Advertisements
রেচন পদার্থ কাকে বলে ?
উত্তর: জীবদেহে বিপাকীয় কাজের ফলে সৃষ্ট বিভিন্ন বিপাকজাত বর্জ্য পদার্থ যেমন কার্বোহাইড্রেট বিপাকের ফলে উৎপন্ন হয় জল ও কার্বন ডাইঅক্সাইড, ফ্যাট বিপাকের ফলে উৎপন্ন হয় কিটোন বডি এবং প্রােটিন বিপাকের ফলে উৎপন্ন হয় ইউরিয়া, অ্যামােনিয়া, ইউরিক অ্যাসিড। এই সমস্ত উৎপাদিত পদার্থকে বলে রেচন পদার্থ।

0 Comments