Advertisements
রেচন কাকে বলে ?
উত্তর: যে জৈবনিক প্রক্রিয়ায় সজীব দেহকোশে সৃষ্ট বিপাকজাত বর্জ্য পদার্থগুলি দেহকোশে কোলয়েড বা অদ্রবণীয় কেলাস হিসেবে সঞ্চিত থাকে (উদ্ভিদের ক্ষেত্রে) বা দেহস্থিত কোনাে অঙ্গের (রেচনঅঙ্গ) মাধ্যমে দেহ থেকে নির্গত হয় (প্রাণীদের ক্ষেত্রে) যার ফলে দেহ সুস্থ ও স্বাভাবিক থাকে তাকে রেচন বলে।

0 Comments