প্রতীক বা চিহ্ন কাকে বলে? উদাহরণ দাও।
মৌলিক পদার্থের নামের একটি বা দুটি ইংরেজি অক্ষরের সাহায্যে সংক্ষেপে মৌলটি প্রকাশ করা হলে, তাকে ওই মৌলের চিহ্ন বা প্রতীক বলে।
উদাহরণ : হাইড্রোজেন-H, আয়রন—Fe ইত্যাদি।
0 Comments