Advertisements
পারমাণবিকতা কাকে বলে ? উদাহরণ দাও ।
কোনো মৌলের একটি অণুতে যত সংখ্যক পরমাণু থাকে, তাকে ওই মৌলের পারমাণবিকতা বলে।
উদাহরণ : নাইট্রোজেনের একটি অণুতে দুটি পরমাণু থাকে অর্থাৎ, নাইট্রোজেনের পারমাণবিকতা–2, সাদা ফসফরাসের একটি অণুতে চারটি পরমাণু থাকে অর্থাৎ, ফসফরাসের পারমাণবিকতা–4।

0 Comments