Advertisements
প্রাথমিক ইমিউন রেসপন্স বলতে কী বােঝায় ?
উত্তর: যে-ইমিউন রেসপন্সে বিলম্বিত দশা কয়েক দিন থেকে মাসাধিককাল পর্যন্ত স্থায়ী হয়, উৎপাদিত অ্যান্টিবডির পরিমাণ কম হয়, উৎপাদিত অ্যান্টিবডি সময়ের সঙ্গে সঙ্গে বিলীন হয়ে যায়, স্মৃতিকোশ কার্যকারী হয় না এবং উৎপাদিত অ্যান্টিবডি মূলত IgM হয়, তাকে প্রাথমিক ইমিউন রেসপন্স বলে।

0 Comments