Advertisements
গৌণ ইমিউন রেসপন্স বলতে কী বােঝায় ?
উত্তর: যে-ইমিউন রেসপন্সে বিলম্বিত দশার স্থায়িত্বকাল 3-4 দিন, উৎপাদিত অ্যান্টিবডির পরিমাণ বেশি, উৎপাদিত অ্যান্টিবডি দীর্ঘকালব্যাপী কার্যকারী থাকে, স্মৃতিকোশ কার্যকারী থাকে এবং উৎপাদিত অ্যান্টিবডি IgG হয়, তাকে গৌণ ইমিউন রেসপন্স
বলে।

0 Comments