Advertisements
ধান্দ: বায়ুর অপসরণ প্রক্রিয়ায় শিথিল বালুকারাশি একস্থান থেকে অপর স্থানে স্থানান্তরিত হয়। শিথিল বালুকা রাশি এভাবে অপসারণের ফলে মরুভূমির কোন কোন স্থান নীচু হয়ে যায় এবং ভূমিতে ছােট বড় নানান আকৃতির গর্ত সৃষ্টি হয়। রাজস্থানের থর মরুভূমিতে বায়ুর অপসারণের ফলে সৃষ্টি হওয়া ছােট ছােট গর্তকে স্থানীয়ভাবে ধান্দ বলে।

0 Comments