Advertisements
মরূদ্যান বা ওয়েসিস : প্রবল বায়ুপ্রবাহের ফলে বহুদিন ধরে মরুভূমির কোন স্থানের বালি অপসারিত হয়ে নীচু হতে হতেনীচু অংশের গভীরতা যখন ভূগর্ভের জলস্তর পর্যন্ত পৌছে যায় তখন সেখানে মরূদ্যান বা ওয়েসিস সৃষ্টি হয়। মরূদ্যান জলহীন শুষ্ক এবং রুক্ষ মরুভূমিতে মানুষ ও পশুর জীবন রক্ষা করে।

0 Comments