Advertisements
অনুদৈর্ঘ্য বালিয়াড়ি/ সিফ বালিয়াড়ি : বায়ুর গতির সঙ্গে সমান্তরালভাবে যে সমস্ত বালির ভূপ সৃষ্টি হয়, তাকে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বলে। অনুদৈর্ঘ্য বালিয়াড়ির মধ্যে যেগুলি আকারে বেশ সঙ্কীর্ণ কিন্তু খুব লম্বা, তাদের সিফ বালিয়াড়ি বলে। স্থায়ী বালিয়াড়ির মধ্যভাগ বায়ুপ্রবাহের ফলে ভেঙে গিয়ে সিফ বা তির্যক বালিয়াড়ি গঠিত হয়। এরূপ বালিয়াড়ির দৈর্ঘ্য কয়েক কিলােমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে এবং উচ্চতা ১০০ মিটারেরও বেশী হয়। পরস্পর সমান্তরালভাবে একাধিক সিফ বালিয়াড়ি গড়ে ওঠে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর গতি প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয় বলে ভারতের থর মরুভূমি অঞ্চলের অনুদৈর্ঘ্য বালিয়াড়িগুলি উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ-পশ্চিম দিকে পরস্পরের সমান্তরালভাবে বিস্তৃত হয়।

0 Comments