Advertisements
পলিস' বা নগর-রাষ্ট্র বলতে কী বােঝায় ? দুটি গর-রাষ্ট্রের নাম লেখাে।
উত্তর খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে চতুর্থ শতকে গ্রিসে অনেকগুলি ছােটো ছােটো নগর রাষ্ট্র গড়ে ওঠে। এই ছােটো রাষ্ট্রগুলিকে গ্রিক ভাষায় বলা হত পলিস', বাংলায় নগর-রাষ্ট্র। দুটি বিখ্যাত নগর-রাষ্ট্রের নাম হল এথেন্স ও স্পার্টা।
0 Comments