Advertisements
ব্যাকট্রীয়-গ্রিক শাসক কাদের বলা হত ?
ওর বর্তমান আফগানিস্তানের উত্তর-পূর্ব অঞ্চল বা ব্যাকট্রিয়া খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের শেষার্ধে গ্রিক শাসক সেলিউকাসের শাসনাধীনে ছিল। উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চল, গন্ধারের তক্ষশিলা পর্যন্ত ব্যাকট্রিয়ার গ্রিক শাসন ছিল। উপমহাদেশের এই গ্রিক শাসকদের বলা হত ব্যাকট্রীয় গ্রিক বা ইন্দো-গ্রিক শাসক।
0 Comments