Advertisements
কে, কেন চিনের প্রাচীর তৈরি করেন ?
উত্তর চৌ রাজাদের রাজত্বকালে চিনের সামনে একটি বড়াে বিপদ ছিল হুন জাতির আক্রমণ। তাই দেশের নিরাপত্তার জন্য চৌরাজ শি-হুয়াং-তি চিনের সীমানা বরাবর অনেকগুলি দুর্গ দিয়ে যুক্ত সুদীর্ঘ একটি পাথরের প্রাচীর নির্মাণ করেন।
0 Comments