Advertisements
পেডিমেন্ট বা পাদদেশীয় সমভূমি : মরুভূমি অঞ্চলে পর্বতের ঢাল এবং পাদদেশভাগ ক্রমাগত জল এবং বায়ুর ক্ষয় ও সঞ্চয় কাজের ফলে যখন উন্মুক্ত শিলান্তর এবং পলিস্তরে ঢাকা একটি ঢালু সমতলভূমিতে পরিণত হয় তখন তাকে পেডিমেন্ট বা পাদদেশীয় সমভূমি বলে।

0 Comments