Advertisements
জুগ্যান : কখনও কখনও শিলাপের কঠিন ও কোমল শিলা বরগুনা পরশস্পরের সমান্তরালভাবে অবস্থান করে। প্রচণ্ড সূর্যতাপে এইসব উচ্চভূমিতে ফাটল সৃষ্টি হলে বায়ুর অবঘর্ষণের ফলে কঠিন শিলান্তরগুলাে অতি অল্প ক্ষয়িত হয়ে টিলার মত দাঁড়িয়ে থাকে এবং কোমল শিলান্তরগুলাে ক্ষয় পেয়ে ফাটল বরাবর লম্বা খাত বা গহরের সৃষ্টি করে। এই রকম দুটো খাতের মধ্যে চ্যাপ্টা মাথা যে ভূমির সৃষ্টি হয় তাকে জুগ্যান বলে। এর উচ্চতা সাধারণত ৩৬ মিটার পর্যন্ত হয়। উত্তর আমেরিকার সােনেরাণ মরুভূমি অঞ্চলে এই ধরনের ভূমিরূপ দেখা যায়।

0 Comments