Advertisements
বার্খান :বায়ুর গতির সঙ্গে আড়াআড়িভাবে যৈষ্ক্বা্লিয়াড়ি গঠিত হয় তাদের তির্যক বালিয়াড়ি বলে। তির্যক বালিয়াড়ির মধ্যে যে সমস্ত বালিয়াড়ির গঠন অর্ধচন্দ্রাকৃতি অর্থাৎ যে সব বালিয়াড়িকে আধখানা চাঁদের মত দেখতে হয় তাদের বার্খান বলে। বায়ু যেদিকে প্রবাহিত হয় সেইদিকে, অর্থাৎবার্থানের সামনের দিক উত্তল আকৃতির এবং বায়ু প্রবাহের বিপরীত, অর্থাৎ বাখানের পিছনের দিক অবতল হয়। শিরা অর্ধচন্দ্রের দুপ্রান্তে বিস্তৃত হয়। বার্খান বালিয়াড়ির ঢাল বায়ুপ্রবাহের দিকে ক্রমশ ঢালু এবং বায়ুপ্রবাহের বিপরীত দিকে ক্রমশ খাড়া হয়। ভূগর্ভের জলের সংস্পর্শে ছােট ছােট গাছপালা জন্মালে ভূপৃষ্ঠে বাখান স্থায়ী রূপ নেয়। সাধারণত এরা অস্থায়ী বা চলনশীল হয়।

0 Comments