Advertisements
উত্তর : ১৯৯১ খ্রীষ্টাব্দের আদমসুমারি অনুযায়ী ভারতে প্রায় ৩,২৪৫ টি শহর ও নগর আছে। জনসংখ্যার ভিত্তিতে এগুলিকে আবার ৬টি শ্রেণীতে বিভক্ত করা হয়: (ক) ১ লক্ষের বেশী জনসংখ্যার প্রথম শ্রেণীর শহর বানগর, (খ) ৫০ হাজারের বেশী কিন্তু ১ লক্ষের কম জনসংখ্যার দ্বিতীয় শ্রেণীর শহর, (গ) ২০ হাজারের বেশী কিন্তু ৫০ হাজারের কম জনসংখ্যার তৃতীয় শ্রেণীর শহর, (ঘ) ১০ হাজারের বেশী কিন্তু ২০ হাজারের কম জনসংখ্যার চতুর্থ শ্রেণীর শহর, (৬)৫ হাজারের বেশী কিন্তু ১০হাজারের কম জমসং খ্যার পঞ্চম শ্রেণীর শহর এবং (চ) ৫ হাজারের কম জনসংখ্যার ষষ্ঠ শ্রেণীর শহর।

0 Comments