Advertisements
যােগাযােগ ব্যবস্থার দিক থেকে কলিকাতার গুরুত্ব কি? উত্তর : যােগাযােগ ব্যবস্থার দিক থেকে কলিকাতার গুরুত্ব অপরিসীম। কলিকাতা পূর্ব এবং দক্ষিণ- পূর্ব রেলের সদর দপ্তর। কলিকাতা রেলপথ, সড়কপথ এবং বিমানপথ ভারতের সমস্ত অঞ্চলের সঙ্গে যুক্ত।
শিল্পদ্রব্য আমদানী-রপ্তানীকরার ক্ষেত্রে কলিকাতাবন্দর ভারতেঅতি গুরুত্বপূর্ণস্থান অধিকারকরে। অসম সহ গােটা উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ ও পাঞ্জাবের কিছু অংশ এই বন্দরের পশ্চাৎভূমি। তবে হুগলী নদী মজে যাওয়ায় বর্তমানে এই বন্দরে বড় জাহাজের প্রবেশ করা কষ্টকর। ফরাক্কা প্রকল্প শেষ হলে আশা করা যায় যে কলিকাতা বন্দরের উন্নতি হবে।
এছাড়া কলিকাতায় একটি আন্তর্জাতিক বিমান বন্দর রয়েছে।

0 Comments