Advertisements
মাছের গমনের রকমভেদ:
* অসট্রাসিফর্ম গমন: যেসব ছােটো ও মােটা মাছ তাদের ক্ষুদ্র ল্যাজ ও মায়ােটোম পেশির দ্রুত সঞ্চালনে সম্মুখ গমন সম্পন্ন করে, তাদের গমনকে অসট্রাসিফর্ম গমন বলে। যেমন অস্ট্রেসিয়ন নামক মাছ।
* ক্যারানজিফর্ম গমন: মাছের সম্মুখ গমনকালে অধিকাংশ মায়ােটোম পেশি অংশগ্রহণ করে, ফলে দেহ আন্দোলিত হয়, একে ক্যারানজিফর্ম গমন বলে। যেমনহাঙর ও অন্যান্য তরুণাস্থি ও অথিযুক্ত মাছ।
* অ্যাংগুইলিফর্ম গমন: লম্বাটে ধরনের মাছের মায়ােটোম পেশির সাহায্যে দেহটি ঢেউ-এর মতাে আন্দোলিত হলে, তাকে অ্যাংগুইলিফর্ম গমন বলে। যেমন-ইল (Eel) মাছ।

0 Comments