Advertisements
জাপানের স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও।
উত্তর : জাপানের মােট আয়তনের অর্ধেকেরও বেশী স্থানে বনভূমি দেখা যায়। পূর্ব ও পশ্চিম জাপানে সরলবর্গীয় ও চিরহরিৎ বৃক্ষেরমিশ্র বনাঞ্চল দক্ষিণ জাপানে উপক্রান্তীয় চিরহরিৎ ও গণসাের্মীবৃক্ষের মিশ্র বনভূমি এবং হােকাইডাে ও হনসু দ্বীপের পার্বত্য অঞ্চলে সরলবর্গীয় বৃদক্ষের বনভূমি দেখা যায়। এই সমভ বৃক্ষের মধ্যে পাইন, ফার ও ম্যাপল বিশেষ উল্লেখযােগ্য। বনভূমি থেকে আহরিত বনজ সম্পদের মধ্যে জ্বালানি, কাঠের মণ্ড, বাঁশ, উঁত, কপূর প্রভৃতি মূল্যবান বনজ-সম্পদ প্রধান। বনভূমিতে প্রাপ্ত তুঁত গাছ জাপানের রেশম উৎপাদনে সাহায্য করে।

0 Comments