Advertisements
জাপানের জলবায়ুর উপর সমুদ্রস্রোতের প্রভাব কি?
উত্তর : জাপানের জলবায়ুর ওপর সমুদ্রস্রোতের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। প্রশান্ত মহাসাগরীয় উষ্ণ “করােসিও” স্রোত উত্তর দিকে প্রবাহিত হয়ে দুটি শাখায় বিভক্ত হয় এবং জাপানের পূর্ব ও পশ্চিম উপকূলকে উষ্ণ রাখে। আবার, ওখটস্ক সাগর থেকে প্রবাহিত দক্ষিণমুখী শীতল “কিউরাইলস্রোতের প্রভাবে উত্তর হােক্কাইডাে এবং উত্তর হনসুর উপকূলভাগ শীতল থাকে। এই দুই বিপরীতধর্মী স্রোতের মিলনে জাপানের সমুদ্রোপকূলে প্রচণ্ড ঝড়, বৃষ্টি ও কুয়াশার সৃষ্টি হয়।

0 Comments