Advertisements
"ভারতের প্রবেশ দ্বার কোন বন্দরকে বলা হয় ও কেন?
উত্তর : মুম্বই বন্দরকে ভারতের প্রবেশদ্বার বলে। মুম্বই বন্দর ভারতের সর্বশ্রেষ্ঠ সামুদ্রিক বন্দর। মুম্বই- এর বন্দর এলাকায় উৎকৃষ্ট স্বাভাবিক পােতাশ্রয় থাকায় জাহাজগুলাে নােঙ্গর করে সহজে মাল খালাস সেরে নিতে পারে এবং ডক এলাকায় মেরামতিও সেরে নিতে পারে। ইউরােপ, আমেরিকা, আফ্রিকা প্রভৃতি মহাদেশ থেকে আগত বিদেশী জাহাজগুলাে মুম্বই বন্দরের মাধ্যমে প্রথম ভারতের সঙ্গ যােগসূত্র স্থাপন করে বলে মুম্বইকে "ভারতের প্রবেশ দ্বার’বলে।

0 Comments