শিল্পকেন্দ্র হিসাবে মুম্বই-এর গুরুত্ব বর্ণনা কর।
উত্তর : উনবিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে বৃদ্ধি পেয়ে মুম্বই শিল্পাঞ্চল বর্তমানে ভারতের বৃহত্তম শিল্পাঞ্চল রূপে পরিগণিত হয়েছে। কাছাকাছি অবস্থিত ট্রম্বে, চেলার, কয়না, খােপালী, ভিরপুরী, তারাপুর প্রভৃতি বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলাে এই শিল্পাঞ্চলের প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। মুম্বই ভারতের অন্যতম শ্রেষ্ঠ কাপাস বয়ন শিল্পকেন্দ্র। এছাড়া সিক, রেয়ন, কৃত্রিম তত্ত্বজাত বস্ত্ৰ এবং বনস্পতিজাত দ্রব্যের বৃহদায়তন শিল্প এই অঞ্চলে অবস্থিত। মুম্বইতে কৃত্রিম সার, পেট্রোকেমিক্যাল, ঔষধ ও ঔষধজাত দ্রব্য, ফটোগ্রাফির কাজে প্রয়ােজনীয় রাসায়নিক দ্রব্য প্রভৃতি রাসায়নিক শিল্প অবস্থিত।
এছাড়া মুম্বইতে বিভিন্ন ধরনের ইঞ্জিনীয়ারিং এবং ইলেকট্রনিক্স দ্রব্য, যেমন: মেসিন টুলস, ইস্পাত এবং লৌহঢালাই, ওয়েলডিং-এর কাজেপ্রয়ােজনীয় ইলেকট্রোড, বল-বিয়ারিং, কৃষিক্ষেত্রেপ্রয়ােজনীয় যন্ত্রপাতি প্রভৃতি শিল্পকেন্দ্র আছে।
মুম্বই, ভারত তথা সারা পৃথিবীর এক অন্যতম উল্লেখযােগ্য চলচ্চিত্র শিল্পকেন্দ্র। ভারতের অধিকাংশ হিন্দী চলচ্চিত্র মুম্বইতে নির্মিত হয়। নিকটবর্তী বান্দ্রা, জুহু প্রভৃতি প্রধান নির্মাণ কেন্দ্র।

0 Comments