Advertisements
শিল্প ও বাণিজ্য কেন্দ্র হিসাবে কলিকাতার গুরুত্ব বর্ণনা কর।
উত্তর : কলিকাতা ভারতের অন্যতম শিল্পকেন্দ্র।কলিকাতা ও কলিকাতা সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন শিল্প বিকাশলাভ করেছে। কলিকাতার নিকটবর্তী হুগলী নদীর উভয় তীরে ভারতের প্রায় অধিকাংশ পাটকল অবস্থিত। এছাড়া কলিকাতায় মােটরগাড়ি উৎপাদন কেন্দ্র, বস্ত্রবয়ন কল, কাগজ কল, বিভিন্ন ইঞ্জিনীয়ারিং শিল্প, জুতাের কারখানা, হােসিয়ারী শিল্প, চা-বিক্রয় কেন্দ্রপ্রভৃতি অবস্থিত।

0 Comments