Advertisements
দরায়বৌষ সম্পর্কে কী জানাে ?
উত্তর: দরায়বৌষ বা দরায়ুষ ছিলেন পারস্যের হখামনীযীয় একজন শাসক। তিনি খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে পারস্যের শাসক ছিলেন তিনি গন্ধার অভিযান করে তা দখল করেন। খুব সম্ভবত ভারতবর্ষের নিম্ন সিন্ধু অঞ্চলে তাঁর কর্তৃত্ব গড়ে উঠেছিল। তাঁর শিলালেখতে ‘হিদুষ’ কথাটির উল্লেখ আছে, যার উৎপত্তি হয়েছে সিন্ধুনদ
থেকে।
0 Comments