Ad Code

লােয়েস সমভূমি;




Advertisements

 লােয়েস সমভূমি; অপসারণের ফলে কোন স্থানের স্থানান্তরিত বালি অন্য অঞ্চলে সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি করে তাকে লােয়েস সমভূমি বলা হয়। কখনও কখনও মরুভূমির বালি বায়ু দ্বারা অপসারিত হয়ে পার্শ্ববর্তী কোন উর্বর কৃষিভূমিকে ক্রমশ ঢেকে ফেলে জমিটির উর্বরতা শক্তি নষ্ট করে দেয় এবং ধীরে ধীরে কৃষিভূমিটিকে মরুভূমি গ্রাস করে ফেলে। মধ্য এশিয়ায় গােবি মরুভূমি থেকে এরকম বালুরাশি উড়ে গিয়ে চীনদেশের হােয়াংহাে নদীর অববাহিকায় সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি করেছে তাকে লােয়েস বলে। এর আয়তন ভারতের মােট আয়তনের আসে এবং গভীরতা ৯০-৩০০ মি.। এ এছাড়া ইউরােপ মহাদেশের ফ্রান্সে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি ও মিসৌরী নদীর অববাহিকার কিছু কিছু স্থানে লােয়েস সমভুমি দেখা যায়।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments