Advertisements
নদী-উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য : নদী উপত্যকার আকৃতি V এর মত, কিন্তু হিমবাহের উপত্যকার আকৃতি এর মত। নদীর উতিতে ভূমির ঢাল বেশী হওয়ায় নদী প্রবল গতিবেগসম্পন্ন হয় এবং নদী শুধুই নিদিকে ক্ষয় করে। নদী উপত্যকার পশদেশ বৃষ্টির জল, আবহবিকার বা ধসের ফলে ক্ষয় পেতে থাকে। ফলে নদী উপত্য V আকৃতির ন্যায় হয়। উচ্চ পার্বত্য অঞ্চলে নদী উপত্যকা সঙ্গীণ y এর মত হয়। নদীর অন্যান্য গতিতে উপত্যকা নিম্ন দিকে ক্ষয় হয় না বললেই চলে। পরিবর্তে পার্লিকে ক্ষয় হয়। ফলে নদী উপত্যকা সঙ্কীর্ণ V এর পরিবর্তে ক্রমশ প্রশস্ত V এর আকার নেয়।
## হিমবাহ যখন উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন হিমবাহের ক্রমাগত ক্ষয়, বহন ও সঞ্চয়ের ফলে উপত্যকার তলদেশ খানিকটা বুজে আসে এবং উপত্যকার দুপাশ গভীর ও গাড়া হয়। ফলে উপত্যকা U অক্ষরের মত দেখতে হয়।

0 Comments