Advertisements
মহানগর বলতে কি বুঝায়? ভারতের মহানগরগুলির নাম কর।
উত্তর : মহানগরের সংজ্ঞা : যেশহরের লোেকসংখ্যা ১০ লক্ষ কিংবা তারও বেশী তাকে মহানগর বলে।
ভারতের মহানগরের সংখ্যা : ভারতের মহানগরের সংখ্যা সর্বমােট ২৩টি। যথা : (১) বৃহত্তর মুম্বই, (২) কলিকাতা, (৩) দিল্লী, (৪). চেন্নাই, (৫) হায়দ্রাবাদ, (৬) ব্যাঙ্গালাের, (৭) আমেদাবাদ, (৮) পুণে, (৯) কানপুর, (১০) লক্ষ্ণৌ, (১১) নাগপ, (১২) সুরাট, (১৩) জয়পুর (১৪) কোয়েম্বাটুর,
(১৫) কোচিন বা কোচি, (১৬) ভাদদারা বা বরােদা, (১৭) ইন্দোর, (১৮) পাটনা, (১৯) মাদুরাই, (২০) ভূপাল, (২১) বিশাখাপত্তনম, (২২) বারাণসী, (২৩) লুধিয়ানা।

0 Comments