Advertisements
সংকর ধাতু বা মিশ্র ধাতু কী ?
কোনাে ধাতুর সঙ্গে অন্য ধাতু বা অধাতু বিশেষ মাত্রায় মিশিয়ে গলিয়ে নিয়ে সেই তরল মিশ্রণকে ঠান্ডা করে যে-মিশ্র পদার্থ বা কঠিন দ্রবণ পাওয়া যায়, তাকে সংকর ধাতু বা মিশ্র ধাতু বলে।
উদাহরণ : তামা ও টিনের মিশ্রণে তৈরি ব্রোঞ্জ।
0 Comments