Advertisements
প্রাথমিক শিলা কাকে বলে ও কেন ?
আগ্নেয়শিলা-কে প্রাথমিক শিলা বলে । যাবতীয় শিলার মধ্যে এই শিলা সর্বপ্রথম সৃষ্টি হয়েছে। প্রায় 300 কোটি বছর আগে অতি প্রাচীন প্রিক্যাম্বিয়ান যুগে। ভূগর্ভের আগ্নেয় পদার্থ, ম্যাগমা ভূপৃষ্ঠে লাভারূপে জমাট বেঁধে সর্বপ্রথম পৃথিবীর পৃষ্ঠ বা ভূত্বক গঠন করে, সেজন্য একে প্রাথমিক শিলা বলে।
0 Comments