Advertisements
ভেন্টিফ্যাক্ট ও ড্রিক্যান্টার : বায়ুপ্রবাহের সঙ্গে ভাসমান বালি, ছােট ছােট পাথরকুচি, শক্ত কোয়ার্টজ কণা প্রভৃতির সঙ্গে ঘর্ষণে শিলাস্তর ক্ষয় পায়, একে অবঘর্ষ বলে। বায়ুর এরূপ অবঘর্ষণ প্রক্রিয়ায় ক্ষয়কার্যের ফলে ভেন্টিফ্যাক্ট ও ড্রিক্যান্টার সৃষ্টি হয়।
০ ভেন্টিফ্যাক্ট মরুভূমি অঞ্চলে বায়ুবাহিত বালির সঙ্গে সংঘর্ষে যখন প্রস্তরখণ্ডগুলাের সামনের দিক সূচালাে ও মসৃণ হয়ে যায়, তখন তাকে ভেন্টিফ্যাক্ট বলে।
০ ড্রিক্যান্টার : মরুভূমি অঞ্চলে বায়ুবাহিত বালির সঙ্গে সংঘর্ষে যখন প্রস্তরখণ্ডণগুলাে তিনদিকই ক্ষয়প্রাপ্ত হয়, তখন তাকে ড্রিক্যান্টার বলা হয়।

0 Comments