Advertisements
ইয়ার্দাং: মরুভূমিতে অনেক সময় পরস্পর স্তরে স্তরে লম্বালম্বিভাবে অবস্থিত কঠিন ও কোমল শিলান্তরওলাে বায়ুপ্রবাহের দিকে আড়াআড়িভাবে অবস্থান করে। প্রচণ্ড সূর্যতাপে এইসব শিলান্তরে ফাটল ধরলে এইসব ফাটলের মধ্যে বায়ু প্রবেশ করে ক্ষয় করতে শুরু করে। এর ফলে কোমল শিলান্তর সহজেই ক্ষয় পেলে কেবলমাত্র কঠিন শিলান্তরগুলি বায়ুপ্রবাহের দিকে নানারকম মুর্তি গঠন করে টিলার মত বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে থাকে। এদের ইয়ার্দাং বলে। ইয়ার্দাঙের উচ্চতা সাধারণতঃ ৬ মিটার পর্যন্ত হয়। পশ্চিম এশিয়ার মরুভূমি অঞ্চলে এইরকম ভূমিরূপ দেখা যায়।

0 Comments