Advertisements
ইনসেল বার্জ : অনেক সময় মরুভূমির স্থানে স্থানে কঠিন শিলায় গঠিত অনুচ্চ ক্ষয়ীভূত পাহাড় টিলার আকারে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যুগ যুগ ধরে ক্ষয় পেয়ে এইসব পাহাড়ের উচ্চতা খুব কম, পর্বতগাত্রের ঢাল খুব বেশী, পর্বতগাত্র মসৃণ এবং দেখতে গােলাকার হয়। দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমি এবং অস্ট্রেলিয়ার মরুভূমি অঞ্চলে এই ধরনের ভূমিরূপ দেখা যায়।

0 Comments