Advertisements
নেপালের পর্যটন শিল্প উন্নত কেন ?
উত্তর : নেপালের প্রাকৃতিক দৃশ্য অতি মনােরম। নেপালের রাজধানী কাঠমাণ্ডু শহরটি সুরম্য অট্টালিকা, বড় বড় রাজপথ, উদ্যান প্রভৃতির দ্বারা সুসজ্জিত। এখানকার পশুপতিনাথ মন্দির, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়, দরবার গৃহ, নতুন বাজার, বৌদ্ধমন্দির দেখার জন্য দেশ বিদেশ থেকে বহু ভ্রমণকারী এসে থাকেন। ভাট গাঁও পুরা-কীর্তির জন্য বিখ্যাত। নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর পােখরা থেকে হিমাট্রীরতুষারাবৃত শৃঙ্গগুলির দৃশ্য অতি মনােরম এবং এগুলিও দেখার জন্য বহু বিদেশী ভ্রমণকারী ভিড় করেন। ভ্রমণকারীদের থাকা ও খাওয়ার জন্য এখানে নানারকমের হােটেল-ব্যবসা গড়ে উঠেছে।
0 Comments