Advertisements
ঘর্ষণ কিভাবে বায়ুপ্রবাহকে নিয়ন্ত্রিত করে?
উত্তর : ভূ-পৃষ্ঠ সংলগ্ন বায়ু প্রবাহিত হবার সময় ভূ-পূষ্ঠের সঙ্গে ঘর্ষণের ফলে উপরের বায়ু থেকে কিছুটা গতি হারিয়ে পিছিয়ে পড়ে এবং পৃথিবীর আবর্তনের ফলে যে বায়ু প্রবাহের দিক পরিবর্তিত হয়, তাও এই বায়ুর ক্ষেত্রে ধীরগতিতে পরিলক্ষিত হয়। ফলে, বায়ু উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ে কিছুটা বক্রাকারে প্রবেশ করে।
0 Comments