Advertisements
নিয়ত বায়ুপ্রবাহ কাকে বলে ?
উত্তর : যে সমস্ত বায়ু সারা বছর নির্দিষ্ট দিকে নিয়মিত প্রবাহিত হয়, তাকে নিয়ত বায়ুপ্রবাহ বলে। নিয়ত বায়ু নির্দিষ্ট উচ্চচাপ অঞ্চল থেকে নির্দিষ্ট নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। আয়ন বায়ু, প্রত্যয়নবায়ু এবং মেরুদেশীয় বায়ু নিয়ত বায়ুপ্রবাহের উদাহরণ।
0 Comments