Advertisements
মেঘালয় রাজ্যের এরূপ নামকরণের কারণ কি
উত্তর : মেঘালয় কথার অর্থ মেঘের আলয় বা মেঘের দেশ। দক্ষিণের বঙ্গোপসাগর থেকে ছুটে আসা আর্দ্র মৌসুমী বায়ু মায়ানমার আরাকান উপকূলে ধাক্কা খেয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে বাংলাদেশের ওপর দিয়ে পূর্বভারতে প্রবেশ করে এবং মেঘালয় রাজ্যের গারাে-খাসি-জয়ন্তিয়া পাহাড়ের খাড়া ঢালে বাধাপ্রাপ্ত হয়। সেই কারণে এখানে খুব বেশি বৃষ্টিপাত হয় এবং বছরের অধিকাংশ সময়ই এখানকার আকাশ মেঘাচ্ছন্ন থাকে। এই মেঘাচ্ছন্ন আকাশের কারণেই এই রাজ্যের নামকরণ করা হয়েছে মেঘালয়।
0 Comments