Advertisements
মিশ্র স্নায়ু বা মিক্সড নার্ভ কাকে বলে? উদাহরণ দাও?
» সেনসরি এবং মােটর উভয় প্রকার নিউরােনের স্নায়ুতন্ত্র দ্বারা গঠিত যে-স্নায়ু উভয়মুখে অর্থাৎ, রিসেপ্টর থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেক্টরে স্নায়ুস্পন্দন। বহন করে, তাকে মিশ্র বা মিক্সড নার্ভ বলে।
উদাহরণ: অকুলােমােটর স্নায়ু (তৃতীয় করােটি স্নায়ু), ট্রাইজেমিনাল স্নায়ু (পঞ্চম করােটি স্নায়ু), ফেসিয়াল স্নায়ু (সপ্তম করােটি স্নায়ু), গ্লসােফ্যারিনজিয়াল স্নায়ু (নবম করােটি স্নায়ু), ভেগাস স্নায়ু (দশম করােটি স্নায়ু)।

0 Comments