অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট কাকে বলে ?
উত্তর -
অপটিক স্নায়ু রেটিনার যে-অংশ দিয়ে চোখে প্রবেশ । করে সেখানে রড ও কোনকোশ না থাকায় ওই অংশে কোনো বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় না। রেটিনার এই অংশটিকে অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট বলে।
0 Comments