Advertisements
নেপালের প্রধান প্রধান রপ্তানী ও আমদানিকৃত দ্রব্যগুলির নাম কর। কোন দেশের সঙ্গে নেপালের বৈদেশিক বাণিজ্য বেশী হয় ?
উত্তর : নেপালের প্রধান প্রধান আমদানিকৃত দ্রব্য হল কার্পাস-সূতা ও বস্ত্র, তৈলবীজ, তামাক, চা, ঔষধপত্র, লৌহ ও ইস্পাত, যন্ত্রপাতি, কাগজ, বাের্ড, চুন, সিমেন্ট ও গৃহনির্মাণ সামগ্রী, ডাল, ময়দা,
চিনি, বনস্পতি, জুতা প্রভৃতি। নেপালের প্রধান প্রধান রপ্তানীকৃত দ্রব্য হল চাল, তৈলবীজ, পাট, কাঠ, চামড়া, ফল, সাবাই ঘাস, মশলা, পশম, মাখন, বাদাম, রং, চর্বি ইত্যাদি।
ভারতের সঙ্গে নেপালের বৈদেশিক বাণিজ্য বেশী হয়।
0 Comments