Advertisements
নেপালের স্বাভাবিক উদ্ভিদ কি কি ?
উত্তর : প্রচুর বৃষ্টিপাতের ফলে এদেশের তরাই অঞ্চলে গভীর বনভূমির সৃষ্টি হয়েছে। এই বনভূমি তরাই বনভূমি নামে পরিচিত। তরাই অঞ্চলে শাল, সেগুন, শিশু প্রভৃতি মূল্যবান বৃদ্ষের বনভূমি এবং বাঁশ, বেত এবং দীর্ঘ সাবাই ঘাস প্রচুর পরিমাণে জন্মায়। উত্তরের নাতিশীতােষ্ণ বনভূমিতে ওক ও ম্যাপল বৃক্ষ এবং পার্বত্য অঞ্চলের আরও উচ্চস্থানে রুপােলি ফার, নীল পাইন এবং বার্চ গাছ জন্মায়।
0 Comments