Advertisements
নেপালের কৃষিজ দ্রব্য কি কি ?
উত্তর: নেপাল একটি কৃষিপ্রধান দেশ। এখানকার প্রায় ৯২% অধিবাসী কৃষিজীবী। এই দেশের মােট আয়তনের ৮৮% পর্বতময় এবং ১২% সমভূমি। তরাই অঞ্চলের দক্ষিণাংশ এবং মধ্য উপত্যকার বিভিন্ন স্থানে পর্যাপ্ত বৃষ্টিপাত, মাঝারী উত্তাপ এবং উর্বর মৃত্তিকার জন্য প্রচুর ফসল উৎপন্ন হয়। এর মধ্যে ধান, পাট, তৈলবীজ, ডাল, কমলালেবু, আনারসউল্লেখযােগ্য। এছাড়া এই দেশে সামান্য পরিমাণে আখ, পাট, তামাকপ্রভূতি অর্থকরী ফসল উৎপন্ন হয়। পাহাড়ের গায়ে ধাপ কেটে চাষ করা হয়।
0 Comments