Advertisements
গ্রহাণুপুঞ্জ কাকে বলে ?
উত্তর: গ্রহের মতাে খুব ছােটো ছােটো জ্যোতিষ্ক নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারদিকে ঘােরে, তাদের একত্রে গ্রহাণুপুঞ্জ বলে। সৌরজগতে মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝে প্রায় 40 হাজার গ্রহাণুপুঞ্জ দেখা যায়। সেরেস সৌরপরিবারের বৃহত্তম গ্রহাণু।

0 Comments