Advertisements
চন্দ্রকলা ও চান্দ্রমাস কাকে বলে ?
উত্তর: একটি অমাবস্যা থেকে পূর্ণিমা ও পূর্ণিমা থেকে অমাবস্যায় চাঁদের আলােকিত অংশের বাড়া-কমাকে চন্দ্রকলা বলে। এক পূর্ণিমা থেকে প্রায় আর এক পূর্ণিমা পর্যন্ত সময়ের ব্যবধান প্রায় সাড়ে উনত্রিশ দিন। একে চান্দ্রমাস বলে।

0 Comments