Advertisements
শাখানদী ও উপনদী কাকে বলে ?
উত্তর: নদীর মূল জলপ্রবাহ থেকে যেসব জলধারা শাখার আকারে বেরিয়ে অন্যত্র পতিত হয়, তাকে শাখানদী বলে। প্রধান নদীর গতিপথের অনেকস্থানে, ছােট ছােট নদী এসে মূল নদীতে মিলিত হয়, এই সব ছােট ছােট নদীকে প্রধান নদীর উপনদী বলা হয়। উদাহ রণস্বরপ, যমুনা গঙ্গার একটি উপনদী এবং পন্ন গঙ্গার একটি শাখানদী।

0 Comments