Advertisements
আদর্শ নদী কাকে বলে?
উত্তর : উৎস থেকে মােহনা পর্যন্ত অংশে যে নদীর গতিপ্রবাহের তিনটি অবস্থা যথা উচ্চ, মধ্য ও নিম্নগতি সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় তাকে প্রাকৃতিক দিক থেকে আদর্শ নদী বলে। উদাহরণ স্বরূপ = গঙ্গা একটি আদর্শ নদী। কারণ এই নদীর মধ্যে তিনটি অবস্থাই পরিলক্ষিত হয়। গােমুখ থেকে হরিদ্বার পর্যন্ত ২৩০ কি মি. পার্বত্য পথে গঙ্গার গতিকে উচ্চগতি বলে। হরিদ্বার থেকে ধুলিয়ান পর্যন্ত অংশে গঙ্গার গতিপ্রবাহকে গঙ্গার মধ্যগতি বা সমভূমি প্রবাহ বলে। মুর্শিদাবাদের ধুলিয়ানের পর থেকে গঙ্গাসাগরের মােহনা পর্যন্ত অংশে গঙ্গার গতিগ্রবাহকে নিম্ন বা ব-দ্বীপ প্রবাহ বলে।

0 Comments