Advertisements
নদী বলতে কি বােঝায়?
উত্তর: উচ্চ মালভূমি অথবা পার্বত্য অঞ্চল থেকে বৃষ্টির জল এবং বরফ বা হিমবাহ গলা জলের কিছু অংশ একটি জলধারার মাধ্যমে নিম্নাভিমুখে সমভূমি ও নিম্নভূমির ওপর দিয়ে প্রবাহিত হয়ে অবশেষে কোন বড় জলাশয় বা হ্রদ অথবা অপর কোন নদী বা সমুদ্রে পতিত হয়। এইরকম জলধারাকেই নদী বলে।

0 Comments