Advertisements
আয়নবায়ু কাকে বলে?
উত্তর : কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে সারা বছর ধরে নিয়মিতভাবে এবং নির্দিষ্ট পথে প্রবাহিত বায়ুকে আয়ন বায়ু বলে। উত্তর গােলার্ধে এই বায়ু উত্তর-পূর্ব দিক থেকে এবং দক্ষিণ গােলার্ধে এই বায়ু দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। আগেকার দিনে এই বায়ুপ্রবাহের সাহায্যে পালতােলা জাহাজ চালাতে সুবিধা হত বলে এই বায়ুকে বাণিজ্য বায়ুও বলে।
0 Comments