Advertisements
বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ বলতে কি বুঝায়?
উত্তর: বায়ু চাপকে প্রধানত দুইভাগে ভাগ করা হয়: (১) উচ্চচাপ ও (২) নিম্নচাপ। উচ্চচাপ বা নিম্নচাপ বলতে বায়ুর কোন নির্দিষ্ট চাপ বুঝায় না,কারণ উচ্চচাপ বা নিম্নচাপের ধারণাটি তুলনামূলক।
** উচ্চচাপবায়ুমণ্ডলের সেই অবস্থাকে বুঝায় যখন ব্যারােমিটার যন্ত্রে চাপমাত্রা থাকে প্রায় ১,০১৩ মিলিবার বা তার বেশী। অপর দিকে নিম্নচাপবায়ুমণ্ডলের সেই অবস্থাকে বুঝায় যখন ব্যারােমিটার যন্ত্রে চাপমাত্রা থাকে ১৮৬মিলিবারবা তারকম।বায়ুর নিম্নচাপ অঞ্চলে সাধারণত ঘূর্ণর্বাতও উচ্চচাপ অঞ্চলে প্রতীপ ঘূর্ণবাত দেখা যায়।
0 Comments