Advertisements
বায়ুর চাপ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় এবং বায়ু চাপ পরিমাপের একক কি?
উত্তর : ব্যারোমিটার নামক যন্ত্রের পারদ স্তম্ভের উচ্চতা দেখে বায়ুমণ্ডলের চাপ মাপা হয়। আজকাল পৃথিবীর অধিকাংশ দেশে বায়ুর চাপ ইঞ্চির পরিবর্তে মিলিবার মাপা হয়। মিলিবার হচ্ছে একটি বল, যা প্রতি বর্গ সেন্টিমিটারে ১,০০০ ডাইনের সমান।
[ভাইন বলের একটি একক।১ ডাইন প্রায় ১ মিলিগ্রাম ওজনের সমান
0 Comments