Advertisements
জলবায়ু বা আবহাওয়ার উপাদান হিসাবে বায়ুচাপের গুরুত্ব কি?
উত্তর:ভূ-পৃষ্ঠে জীবনের দিক থেকে বায়ুর পার্থক্য খুব গুরুত্বপূর্ণ না হলেও, উচ্চতার সঙ্গে চাপের পরিবর্তনবদেহের উপর প্রভাব বিস্তারকরে।আবহাওয়ার উপাদান হিসাবে বায়ুর চাপের ফথেট গুরুত্ব রয়েছে। বায়ুর চাপের পরিবর্তন বা পার্থক্াই বারুপ্রবাহের মূল কারণ। এই বায়ুপ্রবাহের উপর নির্ভর করে, কোন স্থানের তাপমাত্রা এবং বৃষ্টিপাত। সুতরাং কোন স্থানের আবহাওয়া কি হবে তা নির্ধারণে, বায়ুচাপের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
0 Comments